Hindhu Law


1.সমস্যা

 আমরা চার ভাই আমি মেজ ছোটবেলায় আমার চাচা চাচি আমাকে মৌখিকভাবে দত্তক নেন এবং লালন-পালন করেন তাঁরা ছিলেন নিঃসন্তান পরে আমি তাঁদের ভরণ-পোষণের দায়িত্ব পালন করি চাচিকে আমার চাচা ১৪ শতাংশ জমি কিনে দেন এই জমি কেনার আগেই চাচির মা-বাবা ভাই মৃত ছিলেন চাচির পরিবারেও আর কোনো অংশীদারের খবর জানা নেই আমার চাচা আমাকে তাঁর স্থাবর-অস্থাবর সব সম্পত্তি দানকবলা দিয়ে যান এবং চাচির নামে কেনা ১৪ শতাংশ জমি উল্লেখ করে কবলা দেন

আমার প্রশ্ন, হিন্দু আইনে আমি কি ওই ১৪ শতাংশ জমির অধিকারী হতে পারব? দানকবলা থেকে প্রাপ্ত সব সম্পত্তি আমি কি বিক্রি করতে পারব? আমার মৃত্যুর পর আমার ছেলেরা কি ওই সব সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী হতে পারবে?

1.সমাধান

বাংলাদেশে প্রযোজ্য হিন্দু আইনের দায়ভাগা মতবাদ অনুযায়ী কোনো হিন্দু ধর্মাবলম্বী তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তি দান করতে পারেন তবে দানের ক্ষেত্রে দাতাকে অবশ্যই দানপত্রটি লিখিত রেজিস্ট্রি দলিলের মাধ্যমে সম্পন্ন করতে হবে জন্য রকম দলিলে কমপক্ষে দুজন প্রত্যয়নকারী সাক্ষীর সই লাগবে সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ পাস হওয়ার পর দানের বৈধতা অর্জনের লক্ষ্যে তা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে হস্তান্তরের বিধান অনুসরণ করা হয় সুতরাং দানটি আইনসম্মতভাবে সম্পন্ন হলে আপনি ওই সম্পত্তির অধিকারী এবং তা বিক্রি করার অধিকারও আপনার আছে ছাড়া আপনার মৃত্যুর পর আপনার ছেলেদের ওই সম্পত্তির উত্তরাধিকারী হতে কোনো বাধা নেই


2.সমস্যা


আমি একজন হিন্দু আমার দাদুর তিন মেয়ে, কোনো ছেলে নেই প্রথম মেয়ের দুই ছেলের মধ্যে বড় ছেলে ১৯৭২ সাল থেকে ভারতবাসী ছোট ছেলে বাংলাদেশে আছেন দ্বিতীয় মেয়ের দুই ছেলেসহ প্রত্যেকে অভিবাসন করে ভারতে বসবাস করছেন ছোট মেয়ের একমাত্র ছেলে আমি দাদু মারা যাওয়ার আগে তাঁর বড় মেয়ে মারা যান আমার মা দাদুর পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেন তাই দাদু তাঁর সব সম্পত্তি ১৯৬৫ সালে আমার মায়ের নামে ইউপি চেয়ারম্যান স্থানীয় মাতব্বরদের সইসহ দানপত্র করে যান কিন্তু দানপত্র রেজিস্ট্রি করা নয় তৎকালীন চেয়ারম্যান মারা গেছেন কিন্তু মাতব্বরদের একজন জীবিত এবং তাঁর স্বাক্ষর আছে দানপত্রের দুটি জমি ছাড়া সব জমিই মায়ের নামে খারিজ করা হয় দাদুর মৃত্যুর পর থেকে সব জমি আমরাই ভোগদখল করছি কয়েক মাস আগে মা মারা যাওয়ার পর থেকে ওই বড় মেয়ের ছোট ছেলে সব জমির অর্ধেক দাবি করছে আমি মানবিক কারণে কিছু টাকা দিতে চাই কিন্তু সে রাজি নয় এবং জোর করে জায়গা দখলে নেওয়ার হুমকি দিচ্ছে আবার মামলা করারও হুমকি দিচ্ছে আইনত সে কি জমি পাবে

2.সমাধান

বাংলাদেশে প্রযোজ্য হিন্দু আইনের দায়ভাগের মতবাদ অনুযায়ী কোনো হিন্দু তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তি দান করতে পারেন দানের ক্ষেত্রে দাতাকে অবশ্যই দানপত্রটি লিখিত রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে সম্পন্ন করতে হবে হিন্দু আইনে দানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সে কারণে আপনার বর্ণিত দান আইনসম্মত নয় তবে যেহেতু ওই দানের পরিপ্রেক্ষিতে হস্তান্তর হয়েছে, দানগ্রহীতা দখল পেয়েছেন তাঁর নামে নামজারি হয়েছে, সে জন্য সাধারণ দেওয়ানি আইন অনুযায়ী দানগ্রহীতা বরাবরে বিরুদ্ধ দখলজনিত স্বত্ব সৃষ্টি হয়েছে এবং তিনি মালিক স্বত্ববান হয়েছেন আপনার খালাত ভাইয়ের দাবি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়

3.সমস্যা

কোনো এক ব্যক্তির প্রথম স্ত্রী মারা গেলেন সেই সংসারে রয়েছে একজন কন্যাসন্তান আবার সেই ব্যক্তি বিয়ে করেন কিছু দিন পর তিনি মারা গেলেন মারা যাওয়ার আগে তিনি সম্পত্তি দলিল বা লিখিতভাবে নিবন্ধন করে দেননি তাঁর প্রথম স্ত্রীর কন্যা দ্বিতীয় স্ত্রীকে ওই ব্যক্তির সম্পত্তির সম্পূর্ণ মালিকানা প্রথম স্ত্রীর কন্যা দ্বিতীয় স্ত্রী পাবেন, নাকি আরো কেউ অংশ পাবে? হিন্দু উত্তরাধিকার আইনমতে জানতে চাই


2.সমাধান

ওই মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী জীবনস্বত্বে তাঁর স্বামীর সম্পত্তিতে অধিকার অর্জন করবেন দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর তাঁর প্রাপ্ত সম্পত্তি পুনরায় তাঁর স্বামীর সন্তানরা পাবেন বিধবার মৃত্যুর পর অথবা বিধবার পুনঃবিবাহের পর হিন্দু উত্তরাধিকার আইনে কন্যার স্থান তবে ক্ষেত্রে কন্যাও বিধবার মতো সীমিত অধিকারসম্পন্ন হবেন

5 comments:

  1. আমি একজন হিন্দু। কিছুদিন আগে ৫.৫ শতাংশ একটা জমি কিনি এবং আমরা স্বামী ও স্ত্রী দুইজনের নামেই জমি রেজিস্ট্রি করি। আমাদের একটি মাত্র সন্তান। এখন কেও একজন মারা গেলে কি করব । সম্পত্তি কি সম্পূর্ণ বিক্রি করা যাবে? স্বামী যদি সম্পত্তি বিক্রি করতে চায় তাহলে কতটুকু অংশ বিক্রি করবে অনুরুপ স্ত্রী ও কতটুকু বিক্রি করবে। আমাদের সন্তান কতটুকু পাবে। আর স্বামী কি তার অংশটুকু স্ত্রিকে দান করতে পারে অথবা স্ত্রী ও কি তার স্বামীকে দান করে পারে, তাহলে কিভাবে।

    ReplyDelete
  2. Nice post,
    ফৌজদারী কার্যবিধি ও দন্ডবিধি আইন সম্পর্কে ভাল ভাবে বাংলাই জানতে হলে হলে নিচের সাইটে জান।
    ফৌজদারী কার্যবিধি
    দন্ডবিধি

    ReplyDelete
    Replies
    1. আমার দাদুর( মায়ের বাবা) মোট সম্পত্তি ৯৭ শতাংশ(বসত ভিটা এবং বিলান সহ)। আমার মা দাদু দিদির এক মাত্র সন্তান। আমার দাদু এখন মায়ের নামে সমস্ত সম্পত্তি দিয়ে দিতে চান। সে কি এখন দান পত্র করতে পারবে? যেমনটা মুসলিম রা করতে পারে। আর যদি পারে তবে তার খরচ কেমন হবে?

      Delete
  3. বিধবা স্ত্রীর জীবন সত্ত্বা হস্তান্তর বা দানের বৈধতা গুলো কি কি?

    ReplyDelete
  4. ১৯৫৪ সালে হিন্দু ব্যক্তি যদি কোন মুসলমান কে ভূমি দান দলিল দেয় সেটা বৈধ কিনা?

    ReplyDelete